ঢাকাThursday , 28 July 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন উদযাপন

প্রতিবেদক
-
July 28, 2022 12:00 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে। বুধবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ারেসুজামান টুটুল, সাংগঠনিক সম্পাদক পলাশ মুত্তাকী, উপ-দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, যুবনেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আরেফিন স্বপ্ন।

আলোচনা সভায় বক্তারা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক নেতা প্রভাষক শহীদুল ইসলাম রুবেল, আনাসুর রহমান খান, ফরহাদ আহমেদ টিটুল, মূসা আরেফিন রাজীব, তৌফিকুল ইসলাম রাজীব, এডভোকেট জাকির হোসেন অভি, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমেদ, অপু আহমেদ, মাহাবুব আলম, জেলা ছাত্রলীগ নেতা খন্দকার সাফায়েত আশিক, এনামুল হক তুষারসহ কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

 

আপনার মন্তব্য করুন