ঢাকাশুক্রবার , ২৯ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও যুবলীগ নেতা

প্রতিবেদক
-
জুলাই ২৯, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে রুবেল হোসাইন নামে এক যুবলীগ নেতা প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার রাতে তিনি উধাও হয়েছেন বলে জানা গেছে।

রুবেল হোসাইন কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের চাড়ালদিয়া গ্রামের বাসিন্দা।

প্রবাসী উবাইদুল হকের বাড়ি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে। তিনি জানান, পাঁচ বছর পূর্বে মসূয়া ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বিয়ে করেন। এর আগে থেকেই দুবাই থাকতেন তিনি। ছুটিতে এসে বিয়ে করেন। পরে কিছুদিন থেকে আবারও বিদেশে চলে যান। এবারের ঈদের আগে ছুটিতে বাড়ি আসেন। গত বুধবার রাতে তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন মসূয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসাইন তার স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন।

মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে এসে বিষয়টি শুনেছেন। প্রবাসী উবাইদুল হকের পরিবারের পক্ষ থেকেও বিষয়টি তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য করুন