করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে করিমগঞ্জ পৌর এলাকার মোরগ মহালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য কামরুল ইসলাম চৌধুরী মামুন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সরকার জাহাঙ্গীর সিরাজী, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি প্রমুখ।
সম্মেলন উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের। করিমগঞ্জ পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান টুকুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফিউদ্দিন আকন্দ, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শফিরুল ইসলাম, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিল মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান রনি, করিমগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হায়াত রনি প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান টুকুকে নির্বাচিত করা হয়।