নিজস্ব প্রতিবেদক: বিশ্ব হেপাটাইটিস দিবস (২৮ জুলাই) উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘হেপাটাইটিস ক্যান নট ওয়েট অর্থাৎ হেপাটাইটিস আর অপেক্ষা নয়’।
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের মেডিসিন ও কমিউনিটি মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে শনিবার কলেজ গ্যালারীতে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম. নৌশাদ খান। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাইয়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, অধ্যাপক ডা. সুফিয়া খাতুন এবং উপাধ্যক্ষ ডা. এ.এস.এম শহীদ উল্লাহ।
সেমিনারে অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এর পর Preventive aspect of Hepatitis নিয়ে বক্তব্য রাখেন দেন ডা. নূরুন্নাহার আফরিন। পরে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর আপডেট চিকিৎসা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান। সেমিনারে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান। পরে বিশেষ অতিথিরা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি অধ্যাপক ডা. আ.ন.ম. নৌশাদ খান দিবসের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস আর অপেক্ষা নয়’ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জনসাধারণের মাঝে সচেতনতার লক্ষ্যে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ নিয়মিতভাবে এ ধরণের কাজ করে যাচ্ছে।