নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুরে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রে ডাক্তার মেহেরুল হুদা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে পিরিজপুর ইউনিয়নের বিলপাড় ডুয়াইগাঁও এলাকায় অবস্থিত এ কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পূনর্বাসন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আ কা ম গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম গোলাপ, বাজিতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক ও পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া, সদস্য মো. আজহারুল ইসলাম গোলাপ, মো. এ্যামরান উদ্দিন এ্যাংরাজ, পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম ভূঁইয়া ও সদস্য মো. নূরে আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পূনর্বাসন কেন্দ্রের পরিচালক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আফজাল হোসেন অত্র প্রতিষ্ঠানের সার্ভিক উন্নয়নের আশ্বাস দেন এবং তিন লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।