বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে ষষ্ঠ বার্ষিক ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াগাঁও-নিলখী একতা যুব সংঘের উদ্যোগে রবিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কটিয়াদী ফুটবল একাদশ ও সাজনপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপু-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম গোলাপ, বাজিতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া ও সদস্য মো. আজহারুল ইসলাম গোলাপ।
খেলায় সাজনপুর ফুটবল একাদশ কটিয়াদী ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।