কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জ–২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও কার্ড বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জালাল উদ্দিন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাইল মিয়া, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২২২ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়।