নিজস্ব প্রতিবেদক: পরিমাণে কম ও কারচুপির অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এস রাফা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে আজ বুধবার পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
অভিযানকালে শ্রীরামদি আলুর স্টোর বাজারে এস রাফা ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাণে কম ও কারচুপির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান,এস রাফা ফিলিং স্টেশনে ভোক্তাদেরকে পেট্রোল প্রতি পাঁচ লিটারে ১৩০ মিলি লিটার, অকটেন ১২০ মিলি লিটার ও ডিজেল ১৫০ মিলি লিটার কম দেওয়া হচ্ছে।
কোন প্রতিষ্ঠান প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করলে ভোক্তা অধিকারে অভিযোগ দায়ের করার জন্য তিনি ভোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি তদারকি টিম।