মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে পরিবারের সাথে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে মো. বায়েজিদ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার নির্মাণাধীন সেনানিবাসের পাশে নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি।
বায়েজিদ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া আজমতপুর গ্রামের সৌদি প্রবাসী রেজাউল হোসাইনের একমাত্র ছেলে।
বায়েজিদের মামা মাসুদ রানা হৃদয় জানান, তিনি নিজে, বায়েজিদের মা ও পরিবারের ১০/১৫ জন সদস্য বুধবার মিঠামইন হাওরে ঘুরতে যান। বিকালে ফেরার পথে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের পাশে সবার অজান্তে ট্রলার থেকে নদীতে পড়ে যায় বায়েজিদ। এ সময় কিছু একটা শব্দ হয়েছে ভেবে আর খেয়াল করেননি কেউ। খানিকটা দূর এগুতেই দেখেন ট্রলারে বায়েজিদ নেই। পরে সেখান থেকে ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে মিঠামইন উপজেলা থেকে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, পরিবারের সাথে ঘুরতে গিয়ে ৬ বছর বয়সী একটি শিশু ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছে। এ খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে চার সদস্যের একটি ডুবুরিদল রাতে ঘটনাস্থলে যায়। তবে নিখোঁজের সঠিক স্থান বলতে পারছেন না বায়জিদের পরিবার।
বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।