ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বাসার সামনে থেকে তুলে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক রিক্সাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
উপজেলার চণ্ডিবের এলাকায় মঙ্গলবার রাতে
ঘটনাটি ঘটে। অভিযুক্ত সেহরাব উদ্দিন (৫০) চণ্ডিবের উত্তরপাড়ার বাসিন্দা। পেশায় তিনি রিক্সাচালক।
বুধবার দুপুরে ঐ শিক্ষার্থীর মা বাদী হয়ে সোহরাব উদ্দিনকে আসামি করে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভৈরব পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়ার নিজ বাসায় টেবিলে বসে পড়াশুনা করছিল ওই শিক্ষার্থী। পড়ার এক ফাঁকে টয়লেটে যায় সে। টয়লেট থেকে বের হয়ে বাসায় ঢোকার সময় সোহরাব শিশুটিকে জোর করে বাড়ির পাশের নির্জন জায়গায় নিয়ে যৌন নির্যাতন করে।
ওই শিক্ষার্থীর মা বাসায় ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। কিছুক্ষণ পরে বাড়ির পাশে মেয়ের কান্না শুনতে পান তিনি। এ সময় পালিয়ে যায় সোহরাব। পরে মেয়েটি এ ঘটনার বিস্তারিত খুলে বলে মায়ের কাছে।
তিনি জানান, মেয়েকে বাসায় একা পেয়ে মাদকাসক্ত সোহরাব জোর করে তুলে নিয়ে যৌন নির্যাতন করে। এ ঘটনার বিচার চেয়ে তিনি ইউএনওর কাছে গিয়েছিলেন। পরে ইউএনও তাকে ওসির কাছে পাঠান।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজ জানান, বুধবার দুপুরের দিকে ওই শিক্ষার্থীর মায়ের মাধ্যমে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন তিনি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সোহরাব পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।