ঢাকাবৃহস্পতিবার , ৪ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

প্রতিবেদক
-
আগস্ট ৪, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইলে কাপড় ব্যবসায়ী নিখিল বণিকের (৬৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার সদর বাজারের কেন্দ্রীয় কালীবাড়ি সংলগ্ন নিজ বাড়ির পিছনে আম গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়

নিখিল বণিক একই এলাকার মৃত নরেন্দ্র বণিকের ছেলে

পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিহতের ছোট ভাই অখিল বণিকের স্ত্রী নিজ বাড়ির পিছনে আম গাছের ডালে নিখিল বণিকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনার খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ গিয়ে তার মরদেহ  উদ্ধার করে থানায় নিয়ে যায়

নিখিল বণিকের বড় ছেলে নিলয় বণিক জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ বাবাকে খুঁজে পাচ্ছিলেন না তারা। ৩টা পর্যন্ত আশেপাশের বাড়িসহ বাজারের আনাচে কানাচে পরিবারের সকলেই খোঁজাখুজি করে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েনতার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তার অভিযোগ। ব্যাপারে থানায় কারও নাম উল্লেখ না করে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন

এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। ভিড় করেন আশেপাশের অনেকেই।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে থানায় লিখিত অভিযোগ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য  কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য করুন