নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এছাড়া জেলা পুলিশ, সিভিল সার্জন, জেলা আওয়ামী লীগ, মু্ক্তিযোদ্ধা, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পনের পর শেখ কামালসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এ উপলক্ষে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে গাছের চারা বিতরণ ও রোপন করা হয় এবং কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবে শ্যূটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ।