পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় কালিয়াচাপড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া শরীরের অনেকাংশ থেতলানো। ওসি বলেন, আমরা তার নাম–পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা মনে হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য করুন