হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ–১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সা্র্জন ডা. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আলী সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহাছনুল হক, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
সভায় সংসদ সদস্য স্বাস্থ্যসেবার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মককর্তা ডা. তানভীর হাসান জিকো।