ঢাকাসোমবার , ১৫ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পালিয়ে বিয়ের ছয় মাস পর স্বামীর বাড়ি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
-
আগস্ট ১৫, ২০২২ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: প্রেম করে পালিয়ে বিয়ে করার ছয়মাস পর স্বামীর বাড়ি থেকে শাহজা‌দী না‌ফিয়া ওর‌ফে সা‌দিয়া (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপ‌জেলার ম‌াইজখাপন ইউনিয়নের কালাইহা‌টি গ্রা‌মে ঘটনাটি ঘ‌টে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

শাহজা‌দী না‌ফিয়া ওর‌ফে সা‌দিয়া জেলার তাড়াইল উপ‌জেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুল‌দিয়া গ্রা‌মের মৃত শাহ আব্দুল হান্না‌নের মে‌য়ে। তিনি শহ‌রের আজিম উদ্দিন উচ্চ বিদ্যাল‌য়ের নবম শ্রে‌ণির শিক্ষার্থী ছিলেন। স্বামী বাদশা কালাইহা‌টি গ্রা‌মের রুহুল আমি‌নের ছে‌লে।

সাদিয়ার স্বজনদের বরাতে পুলিশ জানায়, বাদশার সঙ্গে স্কুলছাত্রী সাদিয়ার প্রে‌মের সম্পর্ক গড়ে ওঠে। চলতিব বছরের ২৬ ফেব্রুয়া‌রি সা‌দিয়া‌কে নি‌জের বা‌ড়ি‌তে নি‌য়ে আসেন বাদশা। গোপ‌নে কো‌র্টে এফি‌ডে‌ফিট ক‌রে বি‌য়েও ক‌রেন তারা। রবিবার দুপু‌রে স্বামীর বা‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় তার মর‌দেহ পা‌ওয়া যায়। খবর পে‌য়ে পু‌লিশ মর‌দেহ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য কি‌শোরগঞ্জ জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠায়।

সাদিয়ার মা ফা‌তেমা বেগম জানান, বি‌য়ের পর থেকে বাদশা সা‌দিয়া‌কে মার‌ধর করতো। সাদিয়াকে হত্যার পর মরদেহ ঝু‌লি‌য়ে রাখা হয়েছে বলে মনে করেন তিনি। এটিকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

‌কি‌শোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না‌কি আত্মহত্যা, ময়নাতদ‌ন্তের রিপোর্ট পাওয়ার পরে নি‌শ্চিত হওয়া যা‌বে।

আপনার মন্তব্য করুন