ঢাকাশনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ১০, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে তিন বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা চাঁদনিকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( সেপ্টেম্বর) রাতে উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গাছতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নিকলী থানা পুলিশ

শুক্রবার রাতে গ্রামের একটি পুকুর পাড় থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিতহ শিশু জোবায়েত সাজনপুর গ্রামের করিম মিয়ার ছেলে

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছেচার বছর আগে সাজনপুর গ্রামের নূর মিয়ার ছেলে করিমের সাথে একই  গ্রামের মজলু মিয়ার মেয়ে চাঁদনির বিয়ে হয়।  স্বামীর সাথে বনিবনা না হওয়ায় প্রায় দুই বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান চাঁদনি। একমাত্র সন্তান বাবার কাছে থাকলেও মাঝে মাঝে মায়ের কাছে যেত

শুক্রবার দুপুরে মার কাছে যায় জোবায়েত। বিকালে বাড়িতে না ফেরায় শিশুটির দাদি সুফিয়া বেগম চাঁদনির বাড়িতে গিয়ে তার খোঁজ নেন। সময়  জোবায়েত চলে গেছে বলে জানান চাঁদনি। কিন্তু শিশুটিকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে সন্ধ্যার দিকে একই গ্রামের হামিদ বেপারীর বাড়ির পুকুর পাড়ে জোবায়েতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী

খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘটনায় শিশুটির বাবা করিম মিয়া বাদী হয়ে আজ শনিবার সকালে চাঁদনিকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আগেই পুলিশ শুক্রবার রাতে মা চাঁদনিকে আটক করে

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, স্বামী করিম থাকতেন চট্টগ্রামে। আর স্ত্রী চাঁদনি থাকতেন ঢাকায়। দুদিন আগে দুজনেই বাড়িতে আসেন। এ অবস্থায় ছেলে জোবায়েত মায়ের কাছে আসে। শুক্রবার সন্ধ্যার আগে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে সন্ধ্যার পর কোলে করে একটি পুকুর পাড়ে ফেলে দেন মা চাঁদনি।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় চাঁদনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।

আপনার মন্তব্য করুন