ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
আজ রবিবার দুপুরে ইটনা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবং বিকালে দুটি যোগদান সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সকল নেতাকর্মী যোগদান করেন।
দুপুরে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম আবু বক্করের নেতৃত্বে চৌধুরীহাটি এলাকার প্রায় দুই শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
পরে বিকালে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল খালেক ও জুয়েলের নেতৃত্বে আরেকটি যোগদান সভার আয়োজন করা হয়। এতে আনুষ্ঠানিকভাবে প্রায় তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এ দুটি যোগদান সভায় ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন খসরু ঠাকুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক তাপস রায়, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, এনায়েত কবীরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন খসরু ঠাকুর জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপির বিভিন্ন স্তরের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, তাদের যোগদানের মধ্য দিয়ে স্থানীয় আওয়ামী লীগের ভিত্তি আরও শক্তিশালী হবে। এখানে আওয়ামী লীগ যেমন শক্তিশালী, তেমনি ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি।