ঢাকাFriday , 13 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ চারজন গ্রেফতার

প্রতিবেদক
-
January 13, 2023 12:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‍্যাবের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় বালিখলা বাজারঘাট সংলগ্ন জনৈক কুতুবউদ্দিনের দোকানঘর থেকে ২৯৬৮ পিস শাড়ি, ৩৯৯ পিস লেহেঙ্গা, ২৫ টি কার্টনে ১৮০ মিলি করে ১২০০ বোতল ডাবুর আমলা তৈল এবং সাথে একটি করে ৪০ গ্রাম ফ্রি নিউ ডাবুর রেড পেস্ট, ২৫ টি কার্টনে ২৭৫ মিলি করে ৮০০ পিস ডাবুর আমলা তৈল, ৮ টি কার্টনে ৪৫০ মিলি করে ১৯২ পিস ডাবুর আমলা তৈল, ৮৪ টি কার্টনে ১০০ মিলি করে হিমালয়া পিউরিফাইং নীম ফেইস ওয়াস এবং সাথে একটি করে ৪০ গ্রাম করে কমপ্লিট কেয়ার টুথপেস্ট, ১২ টি কার্টনে ৪০ গ্রাম করে ৩৩৬০ পিস বরোলিন এন্টিসেপটিক আয়ুর্বেদিক ক্রিম, ১২ টি কার্টনে ২৫ গ্রাম করে ৮৬৪০ পিস কাবেরী মেহেদি কোণসহ চারজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকা এবং এগুলো শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে র‍্যাব জানায়।

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে গ্রেফতার চারজনকে পুলিশে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য করুন