নিউজ একুশে ডেস্ক: ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হলো শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব–১৫) এর নবম আসর।
সোমবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী।
উদ্বোধনী দিনে খুলনা বিভাগকে হারিয়ে শুভ সূচনা করেছে রংপুর বিভাগ। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৪–৩ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ। এবারের টুর্নামেন্টে দেশের ৮টি বিভাগের ১৪৪ জন (অনূর্ধ্ব ১৫) বালক অংশ নিচ্ছে।
প্রতি বিভাগ থেকে বাছাইকৃত প্রতিভাবান ৬ জন করে খেলোয়াড় নিয়ে ১০ মার্চ থেকে কক্সবাজারে আয়োজন করা হবে বীচ ফুটবল টুর্নামেন্ট। এছাড়া প্রতিভাবান এই খেলোয়াড়দের উন্নত আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে ক্রীড়া পরিদপ্তর।