ঢাকাThursday , 23 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে কারাতে প্রতিযোগিতা

প্রতিবেদক
-
March 23, 2023 10:24 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: টাঙ্গাইল জেলার আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হল কারাতে প্রতিযোগিতা যুব ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস

জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ জন বালক এবং বালিকা নিয়ে ফেব্রুয়ারি মাসে দিনের কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছিল টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় নবীন বালক খেলোয়াড়দের মধ্যে সেরা খেরোয়াড় হয় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মোনতাসির আল তায়েব, দ্বিতীয় হয় একই স্কুলের সালমান ইসলাম নবীন বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের মারিয়াম মেহজাবিন দিনা এবং রানার্স আপ হয় একই স্কুলের কারার তাসমিন নূর তিথি

এদিকে নিয়মিত কারাতে প্রশিক্ষণে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় দিপ্ত রবিদাস এবং রানার্স আপ হয় গৌতম রবিদাস বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় সৃষ্টি একাডেমি স্কুলের সিনথিয়া তালুকদার এবং রানার্স আপ হয় নিথুরী মিমি নকরেক

প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কারাতে কোচ শফিকুল ইসলাম লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

আপনার মন্তব্য করুন