নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা পুরাতন বার লাইব্রেরি মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এডভোকেট অশোক সরকার। মূল আলোচক ছিলেন কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন ফারুকী।
এ সময় জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, প্রবীণ আইনজীবী শামসুন্নাহার কাজল, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, প্রকৌশলী আনিসুর রহমান, সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, অধ্যক্ষ আলফাজ উদ্দিন দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবুল কাশেম অপু।