পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ এর আওতায় সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কৃষি প্রশিক্ষণ সভাকক্ষে আয়োজিত সভা উদ্বাবধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
উপজেলা কৃষি কর্মকর্তা নুর ই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) সাইফুল আলামিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছামাদ ও উপ সহকারী কৃষি কর্মকর্তা শামীম আহমেদ। সভায় ৯০ টি সিআইজির ১৫০জন কৃষক-কিষাণী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন