নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম চর শোলাকিয়া নিবাসী ক্বারী আব্দুস সালাম গোলাপ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর শোলাকিয়া ঈদগাহ মসজিদে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার জোহরের নামাজের পর শোলাকিয়া ঈদগাহে জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।
আপনার মন্তব্য করুন