নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে বেআইনি সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সনাক সদস্য লেখক আমিনুল ইসলাম সেলিম, টিআইবি প্রতিনিধি আবুল বাশার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, মডেল কলেজের অধ্যক্ষ মাহফুজা আরা পলক, জেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম, প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট প্রতিভা শীল, পরিবেশ সম্পাদক বনশ্রী সরকার, সদস্য মনিকা দাস, এডভোকেট শংকরী সাহা ও তরুণী সদস্য কামরুন আরা বর্ষা। তৃণমূল পর্যায় থেকে বক্তব্য রাখেন রহিমা, সুফিয়া ও বেগম।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও নারী বেআইনী সালিশে নির্যাতিত হচ্ছে। বক্তারা হবিগঞ্জে নারীর ওপর সংঘটিত বর্বরোচিত ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবী করেন। এই ধরনের ঘৃণ্য সালিশ বন্ধ হওয়া উচিত।
সভা সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের বড়ঝুম গ্রামের এক বেআইনি সালিশে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করা হয়। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রসহ দেশের সকল জেলায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।