নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন, জেন্ডার সমতা এবং শিশু সুরক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মামুন অর রশিদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সমন্বয়কারী ফারজানা বেগম প্রমুখ।
আপনার মন্তব্য করুন