নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সংগঠনের সেক্রেটারী মুহাম্মদ রুকন উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শাহীন আলম ও সেক্রেটারী ইমদাদুল্লাহসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় সংগঠনের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আলমগীর হোসাইন তালুকদার বলেন, সাম্য, ন্যায়বিচার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। তিনি আরও বলেন, যে চেতনা ও আদর্শ নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, অসংখ্য মা-বোন নির্যাতিত হয়েছেন, স্বাধীনতার বায়ান্ন বছরেও তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এ জন্য তিনি এ পর্যন্ত যারা দেশকে পরিচালনা করেছেন, তাদের ভুল নীতি এবং সততা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।