পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: নানা আনুষ্ঠানিকতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উদযাপন করা হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩০।
আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ নেতৃত্ব দেন।
এছাড়া বর্ণাঢ্য আয়োজনে পোড়াবাড়িয়া, আজলদী, দরগা বাজার, এগারসিন্দুরসহ উপজেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা শুরু হয়েছে।