ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে প্রয়াত সাংবাদিক বশীর আহমেদ স্মরণে দোয়া মাহফিল

প্রতিবেদক
-
এপ্রিল ১৪, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবের প্রবীণ সাংবাদিক প্রয়াত বশীর আহমেদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

শুরুতে মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি অধ্যাপক সামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, মরহুমের ভাতিজা খবির আহমেদ শামীম ও আতিক আহমেদ সৌরভ।

পরে স্থানীয় এলএসডি জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান নিজামীর পরিচালনায় অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এ সময় মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ তার পরিবার পরিজন ও দেশবাসীর মঙ্গল কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করা হয়।

উল্লেখ্য, ৮ এপ্রিল রাত দেড়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বশীর আহমেদ। তিনি ভৈরবপুর দক্ষিণ পাড়া হাজী নূর মোহাম্মদ ব্যাপারী বাড়ির হাজী ইব্রাহীম মিয়ার দ্বিতীয় ছেলে।

প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ পাকিস্তান আমলে সংবাদ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সুদীর্ঘ প্রায় ৫০ বছর এ পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ভৈরব প্রেসক্লাব থেকে প্রকাশিত “গ্রাম বাংলা” নামের একটি পত্রিকার প্রকাশক ছিলেন তিনি।

১৯৬৮ সালে ভৈরব প্রেসক্লাব প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেন তিনি। তিনি প্রায় ৩৫ বছর ভৈরব প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ভৈরব প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। বাংলাদেশ সাংবাদিক সমিতি ভৈরব শাখা গঠনে জোরালো ভূমিকা পালন করেন তিনি। সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেন সংগঠনটির।

আপনার মন্তব্য করুন