তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাছলা গ্রামের দিনমজুর আজিজুল (৪৩) সবজির আড়তে কাজ করেন। তার একটি মেয়ে ও দুটি জমজ ছেলে সন্তানের প্রত্যেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। গৃহিনী স্ত্রী জেসমিন সন্তানদের দেখাশোনা করে আর কোন কাজ করার ফুরসত পাননা। সম্প্রতি উপজেলা প্রশাসনের সহায়তায় গুচ্ছগ্রামে একটি ঘর বরাদ্দ পেয়েছে পরিবারটি। কিন্তু আর্থিক অভাব অনটনে দিশেহারা পরিবারটি।
কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) নামক কৃষিবিদদের পরিচালিত একটি মানবিক সংগঠন দরিদ্রদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে থাকে। বিষয়টি জেনে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন হতদরিদ্র আজিজুলকে সহায়তার জন্য কেএফএইচ এর স্মরণাপন্ন হন। আজিজুলের দুরবস্থার কথা শুনে তার জন্য কিছু করার চিন্তা করেন কেএফএইচ এর কর্মকর্তারা। ইউএনও আজিজুলকে ডেকে নিলে তিনি একটি ভ্যান দাবি করেন। যেহেতু সবজির আড়তে কাজ করেন, ভ্যানটি পেলে সবজি পরিবহনে তার সুবিধা হবে। কেএফএইচ এর কর্মকর্তারাও ভ্যান দিতে সম্মত হন।
আজ শুক্রবার তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আজিজুলের হাতে ভ্যান তুলে দেন কেএফএইচ এর কর্মকর্তারা। এ সময় তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য কৃষিবিদ ড. মোহাম্মদ মহিউদ্দীন, ফাউন্ডেশনের কেন্দ্রিয় সদস্য শামিমা মিলি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
একই সময় ঈদুল ফিতরকে সামনে রেখে তাড়াইলের নিম্ন আয়ের অর্ধশত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি। প্রত্যেককে চাল, ডাল, তেল, চিনি, গুড়া দুধ, আলু, রসুন, পেঁয়াজ, লবণ, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয় হয়।
কেএফএইচ এর কেন্দ্রিয় কমিটির সদস্য কৃষিবিদ ড. মোহাম্মদ মহিউদ্দীন ও শামিমা মিলি জানান, সংগঠনটি রমজান মাসে দেশের বিভিন্ন স্থানে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং যাকাত ফান্ড হতে স্বনির্ভর কার্যক্রম গ্রহণ করেছে। কৃষিবিদদের দ্বারা গঠিত ও পরিচালিত এই সংগঠনটি আর্তমানবতার সেবায় নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তারা।