ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ছড়ার মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখায় সংবর্ধিত হলেন জাহাঙ্গীর আলম জাহান

প্রতিবেদক
-
এপ্রিল ১৬, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীর আলম জাহান সাহিত্যাঙ্গনের সুপরিচিত একটি নাম। সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রেই তার বিচরণ রয়েছে। তবে সবকিছু ছাড়িয়ে তিনি ছড়াকার এবং কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের গবেষক হিসেবেই খ্যাতি অর্জন করেছেন বেশি। তার ছড়ায় দেশপ্রেমের বিষয় যেমন ফুটে উঠে, সমাজের রূঢ় বাস্তবতাকেও হাস্য রসের ছলে তুলে আনতে জুড়ি নেই তার। আবার সমাজের নানা অসঙ্গতি, সমস্যা, দুর্নীতি এসব কিছুকে প্রতিবাদী ভাষায়ও রূপ দিয়েছেন তিনি।

ছড়ার মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখায় তিনি “তীরন্দাজ ছড়াকার” হিসেবে ভূষিত হয়েছেন। কিশোরগঞ্জের পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) তাকে এ খেতাবে আখ্যায়িত করেছে। সম্প্রতি পৌর এলাকার নানা অসঙ্গতি তুলে ধরে “আমার শহর” নামে একটি ছড়া লিখে সর্বমহলে প্রশংসিত হয়েছেন তিনি।

ছড়ার মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখায় জাহাঙ্গীর আলম জাহানকে সংবর্ধনা দিয়েছে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার বিকালে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

পরমের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ মানিক, আওয়ামী লীগ নেতা মো. ইছামুদ্দিন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রীর সাবেক সভাপতি বাদল রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সাইফউদ্দীন আহমেদ লেনিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম জাহান বলেন, আমার শহর ছড়াটি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে লেখা হয়নি। এমনকি শুধুমাত্র একটি পৌরশহরের দুরবস্থাকে কেন্দ্র করেও লেখা হয়নি। দেশের যেসকল পৌরশহরে রয়েছে নাগরিক দুর্ভোগ, ভোগান্তি, রয়েছে অনিয়ম-দুর্নীতি সেসকল প্রাতিষ্ঠানিক অনিয়মের বিরুদ্ধেই তার এই লেখা।

অনুষ্ঠানে ফুল দিয়ে সম্মান জানানো হয় ছড়াকার জাহাঙ্গীর আলম জাহানকে।

নিউজ একুশে পাঠকদের জন্য “আমার শহর” ছড়াটি এখানে তুলে ধরা হলো।

আমার শহর

জাহাঙ্গীর আলম জাহান

আমার শহর দামি শহর

কতইনা বদনামি শহর

রাস্তা ভরা অটোর শহর

মুখেই ফটরফটর শহর

ময়লাআবর্জনার শহর

শুধুই আলোচনার শহর

কিশোর অপরাধী শহর

ভীড় গাদাগাদি শহর

কতই দাদাদিদির শহর

অলস প্রতিনিধির শহর

রাস্তা ভাঙা গলির শহর

নিলাজ ঢলাঢলির শহর

বরাদ্দ নেইবুলির শহর

চোখে আঁটা ঠুলির শহর

সব সড়কই সরুর শহর

দড়ি ছাড়াই গরুর শহর

বোবা পৌরপিতার শহর

সত্য বড়ই তিতার শহর

বৃষ্টি মানেই পানির শহর

মিথ্যা ভরা বাণীর শহর

দিনরাত্রি জ্যামের শহর

মস্ত বড়ো চ্যামের শহর

আমার শহর মন্দ শহর

বোবা-বধির-অন্ধ শহর।

আপনার মন্তব্য করুন