নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নানা কর্মসূচিতে কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সহ সভাপতি নেছার উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এম. এ হানিফ, আক্তারুজ্জামান শিপন, আসাদুজ্জামান আসাদ, হুমায়ুন কবির, অধ্যাপক মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম হেভেন, দীপক দাস, ফজলুর রহমান, জহির উদ্দিন সফি, ইসলাম উদ্দিন ফয়সাল, ফাহিমা আক্তার পলি, আলমগীর হোসেন, আল মামুন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
সভা শেষে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।