নিজস্ব প্রতিবেদক: দৈনিক ঢাকা টাইমস পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক সাদীর পিতা মো. নূরুল হক (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যা ৬টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ নয়াপাড়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মহিনন্দ গোয়ালাপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মো. নূরুল হক বিএডিসির সাবেক কর্মচারী ছিলেন। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাংবাদিক আমিনুল হক সাদীর পিতার মৃত্যুতে নিউজ একুশে পরিবার গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।