ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় প্রতিপক্ষের হামলায় ইব্রাহিম মিয়া (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ঘরা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার ঈদের নামাজ শেষে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। যাবার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ধনু মিয়ার ছেলে ও তার আত্মীয়রা ইব্রাহিমকে মারধর করে। শ্বশুরবাড়িতে কিছুক্ষণ অবস্থান করে পরে অন্য রাস্তায় ফিরছিলেন তিনি। কিন্তু সেখানেও তাকে হামলা করে এবং বল্লম দিয়ে ঘা দিলে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইব্রাহিম মিয়া ঢাকার নিমতলীতে থাকেন। ঢাকায় একই এলাকার ধনু মিয়া তালুকদারের ছেলেদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। এর জের ধরেই ঘটনাটি ঘটেছে। ইব্রাহিম মিয়া ঈদ উপলক্ষে দুদিন আগে বাড়িতে এসেছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ওসি জানান।