নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল কুদ্দুস নামে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের চৌধুরীহাটি গ্রামের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরীহাটি গ্রামের আব্দুল কুদ্দুস গত সোমবার দুপুরে শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে একটি খালি ঘরে ধর্ষণ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। ঘটনার পর অভিযুক্ত কুদ্দুস পালিয়ে যান।
এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে মঙ্গলবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
আপনার মন্তব্য করুন