নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে শব্দ দূষণের দায়ে চারটি যানবাহনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সদর উপজেলার বড়পুল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড়পুল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে চারটি যানবাহনকে ৩,৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলু সূত্রধর। এ সময় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। এ সময় শব্দ দূষণ রোধকল্পে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।