নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওরে উৎসবমুখর পরিবেশে শনিবার দিনব্যাপী টিকাদান কার্যক্রম চলেছে। আর কেন্দ্রে কেন্দ্রে ঘুরে মানুষকে উদ্বুদ্ধ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ নিয়ে ব্যস্ত সময় কাটান এমপি তৌফিক। দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করেন হাওরের এই নেতা। তিনি বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে অনেক উন্নত দেশ যখন হিমশিম খাচ্ছে, তখন আমাদের জনদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন। শুধু শহরে নয়, তৃণমূল পর্যায়ে এই টিকা পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এই টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত করার পাশাপাশি পরিবার ও সমাজকে সুরক্ষিত করার আহ্বান জানান তিনি।
সকালে মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন এমপি তৌফিক। এ সময় মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
মিঠামইনের বিভিন্ন কেন্দ্র ঘুরে তিনি ইটনায় যান। ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন এবং টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করেন তিনি। এ সময় ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব, ইটনা থানার ভারপাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, সুপ্রীমকোর্টের আইনজীবী নারীনেত্রী শামসুন্নাহার নেলীসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।