ঢাকাThursday , 24 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো মূল্যে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্য সচিব

প্রতিবেদক
-
April 24, 2025 4:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেছেনকৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে। যেকোনো মূল্যে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার

বৃহস্পতিবার দুপুরে তিনি কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন।

কৃষকদেরকে দেশের প্রাণ আখ্যায়িত করে তিনি বলেন, তাদের নিরলস শ্রমে এবার হাওরসহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারও কৃষক ভাইদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই সৌহার্দ্য অব্যাহত থাকলে অচিরেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ।

মিঠামইন উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণ থেকে কার্যক্রমের উদ্বোধন এবং একই সময় ইটনা, অষ্টগ্রাম, নিকলী বাজিতপুর উপজেলার সঙ্গে অনলাইনে যুক্ত থেকে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য সচিব। 

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) সত্যজিৎ ঘোষ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, মিঠামইন উপজেলা খাদ্য কর্মকর্তা আইরিন আক্তার প্রমুখ

শস্য কর্তনের অংশ হিসেবে খাদ্য সচিব মহিষারকান্দি হাওরে গিয়ে নিজে হারভেস্টার মেশিনে কিছুক্ষণ ধান কাটেন। পরে কৃষকদের সঙ্গেও কাস্তে নিয়ে ধানকাটায় যোগ দেন।  

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ধানের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪% আর্দ্রতা গ্রহণযোগ্য। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে

জেলায় এবার ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪৮৯ মেট্রিক টন এবং ২৭ হাজার ১৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

আপনার মন্তব্য করুন