ঢাকাThursday , 19 August 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

চাকরি না খুঁজে উদ্যোক্তা হবেন: তৌফিক এমপি

প্রতিবেদক
-
August 19, 2021 6:14 pm
Link Copied!

মিঠামইন ( কিশোরগঞ্জ) সংবাদদাতা: চাকরি না খুঁজে নিজেরাই উদ্যোক্তা হবেন। আপনাদের পিছনে চাকরির জন্য মানুষ ঘুরবে। যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে এ কথা বলেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জের মিঠামইনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৮ম পর্ব) আওতায় তিন মাস মেয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি।

তিনি আরও বলেন, দেশে সরকারি চাকরির ক্ষেত্র খুবই সীমিত। সরকারি চাকরির পিছনে সময় নষ্ট করে অনেকেই হতাশ হয়ে বিপথে যাচ্ছেন। তারা চাকরি না পেয়ে পরিবারের বোঝা হচ্ছেন। সেটা কোনমতেই কাম্য হতে পারেনা। তিনি বলেন, শিক্ষিত ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে চাকরি না করেও অনেকেই উদ্যোক্তা হয়ে সফলতা পেয়েছেন। সরকারি প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনি তরুণ-যুবকদের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান।  

বিশেষ অতিথি ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা আবু আসলাম, সহকারী প্রোগ্রামার ইমাম মেহেদী, তথ্যসেবা কর্মকর্তা তনুশ্রী ভৌমিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমীন আহসান।

উল্লেখ্য, তিন মাস মেয়াদী প্রশিক্ষণে ৪৯৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন ।

আপনার মন্তব্য করুন