নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। হাওর অধ্যুষিত এই উপজেলায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করা হয়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে। সেখানে আজকের তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বেশ কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
আপনার মন্তব্য করুন
