সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতিতে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান পুলিশ সুপার। এসময় তিনি পদোন্নতিপ্রাপ্তদেরকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, পদোন্নতি মানেই বর্ধিত দায়িত্ব। এই সম্মান ও স্বীকৃতির মর্যাদা রক্ষা করে সততা, নিষ্ঠা এবং মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের শাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
র্যাংক ব্যাজ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
