কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “বিশ্বজুড়ে রক্তপাতের গভীর ক্ষত, আমরা নিলাম রক্তদানের মহান ব্রত” স্লোগানে মুর্মূষু রোগীকে রক্তদানে উৎসাহী করে তুলতে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া সেজুর মোড়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিনামূল্যে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ জানান, প্রত্যেক ব্যক্তিকে তার রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া এবং প্রতি পরিবারে কমপক্ষে একজন স্বেচ্ছায় রক্তদাতা তৈরির লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে।
এ সময় রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, শাহিন আহমেদ, সোহেল আহমেদ, মাহমুদুন্নবী রানা, আরিফুল ইসলাম, জুবায়ের আহমেদ শোভন, সাগর আহমেদ, মোজাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।