ঢাকাMonday , 20 September 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে দাবা লীগ আয়োজনের প্রস্তুতি

প্রতিবেদক
-
September 20, 2021 12:15 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মত দাবা লীগ আয়োজন করতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। চলতি মাসের শেষ সপ্তাহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভাকক্ষে এই লীগ আয়োজন করা হবে। দাবা লীগ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্তের কথা জানান কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং দাবা লীগ এর আহ্বায়ক নাজমুল ইসলাম সরকার। রবিবার অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

নিয়ম অনুযায়ী দাবা লীগে কিশোরগঞ্জ জেলার যে কোন বয়সী নারী অথবা পুরুষ ক্লাবের মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ ছয় জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে হবে ক্লাবগুলোকে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী ক্লাবদের কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করে একই স্থানে জমা দিতে হবে।

কিশোরগঞ্জ জেলায় দাবা খেলার প্রসারের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং দাবা লীগ এর সদস্য সচিব অনির্বাণ চৌধুরী। 

দাবা লীগ আয়োজনের প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডভোকেট এম. এ আফজল, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন, ক্রীড়া শিক্ষক মো: আব্দুল্লাহ এবং চয়ন দত্ত।

আপনার মন্তব্য করুন