নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। রবিবার সকাল ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব স্টেডিয়ামের মোড়ে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় লিটন মিয়া (৩২) ও রাসেল (১৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব। গ্রেফতার দুজনের মধ্যে লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে ও রাসেল একই উপজেলার কালিসিমা গ্রামের মৃত তবদুল হোসেনের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।