ঢাকাTuesday , 19 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে হা-ডু-ডু খেলা

প্রতিবেদক
-
October 19, 2021 8:44 pm
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং শাহজাহান শিকদার স্মৃতি স্মরণে সোমবার বিকালে চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তর বন্দ এম. এইচ. উচ্চ বিদ্যালয় মাঠে হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্টের সভাপতি মো. আনোয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফাইনাল খেলা উদ্বোধন করেন।

খেলায় নান্দাইল উপজেলার চর কোমরভাঙ্গা একাদশ ২৫-০৫ পয়েন্টে উপজেলার চরশ্রীরামপুর একাদশ হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

হা-ডু-ডু খেলায় হাজারো দর্শকের উল্লাসে মুখরিত ছিল খেলার মাঠ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শক এসে ভীড় করেন। খেলার মাঠ উপচে কেউ বিদ্যালয়ের ছাদে, গাছের ডালে উঠে খেলাটি উপভোগ করেন। উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দলে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের খ্যাতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, চর বেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টেলিভিশন প্রদান করা হয়। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য করুন