ঢাকাSaturday , 23 October 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওরে জেলেদের জলবন্ধন কর্মসূচি

প্রতিবেদক
-
October 23, 2021 10:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনপদে নানা দাবিতে জেলেরা  জলবন্ধন কর্মসূচি পালন করেছেন শুক্রবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে জলবন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্যামিলি টাইস।

প্রায় ৬০ জন জেলে তাদের নৌকা মাছ ধরার সরঞ্জাম নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন জলবায়ু পরিবর্তনের ফলে জলাশয় ক্রমশ সংকুচিত হওয়া, যত্রতত্র ইটের ভাটা তৈরি, উন্মুক্ত জলাশয়ে ক্ষুদ্র জেলেদের প্রবেশাধিকার না থাকায় তারা ক্ষুব্ধ

আয়োজক সংস্থা ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী জানান, গত দশ বছরে হাওরে দুই তিনবার আগাম বন্যা, নদী ভাঙন ও মিঠাপানির মাছ কমে গেছে। অতিরিক্ত উষ্ণতা পরিলক্ষিত হচ্ছে এবং বজ্রপাতে প্রচুর প্রাণহানি ঘটেছে। তাই আসন্ন কপ সম্মেলনে ক্ষতিকর কার্বন নির্গমনে দায়ি দেশগুলোকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত হাওর এলাকার জনপদে প্রকৃতির এই পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জেলে, কৃষকের জন্য সরকারের নতুন পরিকল্পনা প্রয়োজন। পরিকল্পনায় ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

আপনার মন্তব্য করুন