নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা পরিষদ। রবিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহ আজিজুল হক, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, শিক্ষক এনামুল হক চৌধুরী আলমাস, নারীকণ্ঠের সাধারণ সম্পাদক কামরুন্নাহার, জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম, প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট প্রতিভা শীল, জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকারের সাথে এ দেশে বসবাস করছে। শান্তি বিনষ্টকারীদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।