ঢাকাTuesday , 23 November 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের ফরমেশন সভা

প্রতিবেদক
-
November 23, 2021 11:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: অ্যাডভোকেসির মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প বিষয়ে সিরাক-বাংলাদেশ আয়োজিত কিশোরগঞ্জ জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের ফরমেশন সভা মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা শক্তিশালীকরণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বাস্তবায়নের নানামুখী কৌশল এবং জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির ভূমিকা সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা ও মত বিনিময় করা হয়।

সভায় সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস. এম সৈকত পরিবার পরিকল্পনা সেবার গুণগত মান উন্নয়নে স্থানীয় সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে গঠিত ১০ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সনাক এর সাবেক সভাপতি এ্যাডভোকেট সাইফুল হক মোল্লা দুলু, দর্পন সাংস্কৃতিক সংঘের সাবেক সভাপতি জিয়াউল হক বাতেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ মানবাধিকার ফোরামের সাবেক সভাপতি রুহুল আমিন, শিমুলিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক একরাম হোসেন মানিক, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তরিফা আক্তার, কিশোরগঞ্জ  গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থী শুভ সরকার, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শামিজুল হক বাবু ও কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন। উপস্থিত সকলেই পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে অ্যাডভোকেসি কার্যক্রমে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মেরী স্টোপস বাংলাদেশ এর এ্যাডভোকেসি কমিউনিকেশন লিড  মনজুন নাহার, এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার তনুশ্রী মাঞ্জী, প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান, টিম এসোসিয়েট এর সিইও  পুলক রাহা, সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো. সেলিম মিয়া, প্রোগ্রাম এসোসিয়েট অপূর্ব কৃষ্ণ রায়, এসোসিয়েট প্রোগ্রাম অফিসার মো. শফিউল্লাহ লিমন ও প্রোগ্রাম এসোসিয়েট সালমা আক্তার।

সভায় স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটির সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মন্তব্য করুন