ঢাকাWednesday , 29 December 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে মুক্তিযোদ্ধা যুব কমান্ড

প্রতিবেদক
-
December 29, 2021 11:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জের ১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার)।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর অতিথি ও বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম আফজল ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম।

সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম খান পাঠান বীর প্রতীক, মো. আসাদউল্লাহ,  জেলা বিএমএ’র সভাপতি ডা. মাহবুব ইকবাল, আনোয়ার কামাল, মাহবুবুল আলম, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাব্বির আহম্মদ মানিক, বাশির উদ্দিন ফারুকী, ইদ্রিস আলী জহিরুল হক নূরু মিয়া

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য সচিব এডভোকেট ফারুকুজ্জামান টিপু।

শেষে গীতি নৃত্যনাট্য ‘গণহত্যা একাত্তর’ পরিবেশন করে একতা নাট্য গোষ্ঠী।

আপনার মন্তব্য করুন