ঢাকাTuesday , 4 January 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় ৫৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
-
January 4, 2022 12:54 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়ন পরিষদে ৫৪৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬৫জন, সাধারণ সদস্য পদে ৩৬৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭জন। প্রার্থীরা শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার দফতরে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নারান্দী ইউনিয়নে ১০ জন। পাটুয়াভাঙা ইউনিয়নে ৮জন। চরফরাদী ইউনিয়নে ৫জন। জাঙালিয়া ইউনিয়নে ১১জন। বুরুদিয়া ইউনিয়নে ৭জন। এগারসিন্দুর ইউনিয়নে ৫জন। হোসেন্দী ইউনিয়নে ৬জন। চণ্ডিপাশা ইউনিয়নে ৭জন। সুখিয়া ইউনিয়নে ৬জন। তবে স্বতন্ত্র প্রার্থী বেশিরভাগই আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

এছাড়া ৯টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ৩১ জানুয়ারি।

আপনার মন্তব্য করুন