নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। সারাদেশে অনুষ্ঠিত ৭০৮ টি ইউনিয়নের মধ্যে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ৭ টি ও অষ্টগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ ছিল বুধবার। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়।
সকাল ৮ টা থেকে ঘন কুয়াশার মধ্যেই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসতে দেখা গেছে ভোটারদের। তবে ভোটগ্রহণের শুরু থেকেই নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কোন কেন্দ্র থেকেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ পরিবেশ ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
আপনার মন্তব্য করুন